পদোন্নতির দাবিতে শিক্ষক আন্দোলন | No Promotion No Work | কর্মসূচি সারাদেশে
আজ থেকে সারাদেশের সকল সরকারি কলেজে শুরু হয়েছে “No Promotion, No Work” কর্মসূচি। শিক্ষা ক্যাডারের প্রভাষক পর্যায়ের কর্মকর্তাদের দাবি—যেখানে ৫ বছরে পদোন্নতি পাওয়ার কথা, সেখানে ১২ বছর পার হলেও এখনো তাদের পদোন্নতি হচ্ছে না। দীর্ঘদিনের বঞ্চনা, জটিল পদোন্নতি প্রক্রিয়া এবং প্রশাসনিক উদাসীনতার প্রতিবাদে শিক্ষকরা এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
সরকারি কলেজের শিক্ষক সমাজ জানিয়েছেন, যথাসময়ে পদোন্নতি না হওয়ায় তাদের পেশাগত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং মানসিকভাবে হতাশায় ভুগছেন অনেকে। পরিস্থিতির দ্রুত সমাধান না হলে কর্মসূচি আরও কঠোর হতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পদোন্নতির দাবিতে শিক্ষক আন্দোলন | No Promotion No Work | কর্মসূচি সারাদেশে
- প্রকাশের সময় : Nov 20, 2025 ইং
কমেন্ট বক্স

MD ABU HURAIRA